ভালোবাসলে কী মন বাঁধা পড়ে যায়
না দিগ দিগন্তে ছুটে বেড়ায়
দু'জনার দেহ মন প্রাণ এক হলে
তবেই তাকে ভালোবাসা বলে
মুখে বলো ভালোবাসি
আশ্রয় চাইলে কোথায় যেন পাই ফাঁকি
দেখার শক্তি, বোঝার শক্তি, ইশারার শক্তি
ভালোবাসতে পারিনি বলে কেড়ে নিয়েছো তুমি
তুমি নিজেকে জিজ্ঞেস কর
সত্যিই কী তুমি আমায় ভালোবাসো
১+১=২ না হয়ে হবে ১
তখনই ভালোবাসা সফল মিলিয়ে দেখো
অবুঝ মনের অবুঝ ভাষা
ভালোবেসে মিটে না আশা।
সংগ্রহ :আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা