ভালোবেসে আমার জন্মের অপেক্ষায় আছেন পিতা মাতা
আমি জন্ম নিয়ে বংশসূত্রে পেয়েছি সেই অপেক্ষা
অপেক্ষায় আছি কখন শৈশব কৈশোর কাটিয়ে
ভালোবেসে পৌঁছে যাবো যৌবনের খেলাঘরে
বৃদ্ধ হতে আমার এখনও অনেক দেরি
আর মৃত্যু সেও ভালোবেসে অপেক্ষায় কখন টানবে জীবনের দাঁড়ি
ভালোবেসে অপেক্ষা নিয়ে বেঁচে আছি এবং থাকবো
আর এই অপেক্ষা নিয়েই বেঁচে থাকবে ভবিষ্যত প্রজন্ম
এই একটি মাত্র শব্দ নিয়ে ভালোবেসে বেঁচে থাকা যায়
আবার তার উপর ভর করেই জীবন লীলা সাঙ্গ হয়
জাতির অস্তিত্ব ভালোবেসে টিকিয়ে রাখতে দরকার অপেক্ষা
আর আমাদের যত চাওয়া পাওয়া সেও সেই সুরের প্রতি রেখে মর্যাদা
ভালোবেসে স্বাধীনতা অর্জন করতে চাই লাগবে অপেক্ষা
অধিকার আদায়ে বা কর্তব্য পালনে সেই অপেক্ষা
উজ্জ্বল বা কাঙ্খিত ভবিষ্যত গড়তে চাই অপেক্ষা
প্রেম ভালোবাসা করবো তার জন্যও চাই অপেক্ষা
অপেক্ষা করতে করতে যদি ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়
সেই বাঁধভাঙা জোয়ার ঠেকাতে ভালোবেসে থাকতে হয় অপেক্ষায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা