সংযোগ বিয়োগ হয় ঈশ্বর ইচ্ছায়
জ্ঞানকে ভালোবেসে পঞ্চভূতে নির্মিত অনিত্য এ কায়
জ্ঞানকে ভালোবেসে সমাধি-নিশ্চল চিত্ত রয়েছে যার
সত্ত্বরজস্তমোমল কিছু নাহি করিতে পারে আর
ক্রোধ-লোভ-পরিপূর্ণ সংসারে কালের গতি কে বলিতে পারে
একমাত্র ঈশ্বরকে ভালোবেসে নিশ্চিন্তে যেতে পারো ভবপারাপারে
ভালোবাসা বিরহে তুমি নহ তো কাতর
ঘটনা বিবৃত করি জুড়াও অন্তর
জ্ঞানকে ভালোবাসতে না পারার বিরহ যদি হৃদয়ে হয় স্মরণ
শুষ্ককণ্ঠ শুষ্কহৃদয় হবে তখন
জ্ঞানকে ভালোবেসে অশ্রুজলে  ভাসে যার নয়ন
যার জন্য ভালোবাসা তিনি না করেন মার্জন
জ্ঞানকে ভাল না বাসিলে মম দেহে নাহি থাকে আমার হৃদয়
তাইতো বাহুতে পাই না কোনো বল নিশ্চয়
শুষ্কভূমিতে বীজ রোপন করিলে ফল নাহি পাবে যথাকালে
তেমনি জ্ঞানকে ভালোবাসা ছাড়া কাল অতিক্রম নাহি হবে
জ্ঞানকে ভালোবেসে বিদ্যাপদ ধ্যান কর, ধৈর্যবলে শোক ত্যাগ কর
ধ্যানে বৈরাগ্য আনো, ভক্তিতে কামনাদি বিনষ্ট হবে যত
জ্ঞানকে ভালোবেসে "আমি ব্রহ্ম" এই জ্ঞান জন্মিবে যখন
তখন বিনষ্ট হইবে  যত দ্বৈতভ্রম।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা