অপবিজ্ঞান আর কুযুক্তির সমাহারে
সুজ্ঞানের প্রতি ভালোবাসা যেন না যায় হারিয়ে
কুসংস্কারে লালিত পালিত হওয়া বিশ্বাসকে
ভালোবেসে জ্ঞানযুক্তি দিয়ে ভেঙে দাও দু হাতে
যে বিশ্বাসের অসাড়তা ও অপকারিতা আছে
জ্ঞানকে ভালোবেসে সেখানে বিজ্ঞানকে নাও হাতে তুলে
গাত্র ঢাকতে বস্ত্র লাগে আর দামি পোশাকে বিলাসিতা বাড়ে
তাই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা মূল উদ্দেশ্য ব্যহত করে
বৈচিত্র ছাড়া জীবন চলে না একথা যেমন সত্য
আবার যার সামর্থ নেই বৈচিত্রকে ভালোবাসা যেন তার স্বপ্ন
রানীর ঘরে আছে যে ধন টুনির ঘরেও পাবে সে ধন
কার কাছে পাওয়া যায় ভালোবেসে সেই পরমধন যা সুজ্ঞান নামক গুপ্তধন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ,পত্র পত্রিকা