ভালোবেসে চিরকালের সহিত কর যদি মন্ত্রণা
সেই মিত্র চিরকালই মিত্র থেকে দিবে তোমায় সান্তনা
ভালোবেসে চিরকাল জ্ঞান অন্বেষণ করে
আপনাকে চিরকাল শিক্ষিত করিবে
ভালোবেসে জ্ঞানকথা চিরকাল শ্রবণ করে
চিরকালের সহিত বন্ধুত্ব যেন থাকে
ভালোবেসে চিরকালকে জিজ্ঞাসা কর
আর তোমার মনের সন্দেহ ঘুচিয়ে নাও চিরকালের মতো
ভালোবেসে চিরকালের সহিত বাস কর যদি একান্তে
চিরকালীন শান্তি পাবে তোমার হৃদয়ে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা