বাংলায় মহাপ্রভু ভাষা তার বাংলা
মরণে হরিনাম তবুও ভালোবেসে তার স্মরণ হয় না
হরিনাম ছাড়া গতি নাই, বাংলা ছাড়া পথ নাই
তবুও কেন ভালোবেসে বাংলার মর্যাদা কম পাই
নদীর এপার যা বলে, ওপার কী ভিন্ন কথা বলে?
এই ভেবে ভাল না বেসে মাতৃভাষার গুরুত্ব যায় কমে
বাংলায় ভালোবেসে কত যোগী মুনি ঋষি জ্ঞানী গুণী এসেছেন ধরায়
আমরা কেন পারি না চলতে তাঁদের ভাবধারায়
হরিনামে যে প্রেম ভক্তি ভালোবাসা পাবে
ত্রিভুবন সন্তুষ্ট হয় সেই নাম জপে
বাংলা ভাষার গুরুত্ব যদি এত কম থাকে
তবে মহাপ্রভু কেন এসেছেন এই বাংলার নদীয়া ধামে
সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা