নগদ লাভের ব্যাপারী আমি
ভালোবেসে লাভ ছাড়া কর্ম করতে পারি না আমি
যদি বুঝি এই কর্মে লাভ না  হবে
ভালোবেসে হাজার বললেও আমাকে না পাবে
যে কোনো বিষয়ে ভালবেসে লাভ  খুঁজি আগে
লাভ না হলে আমায় পাবে না সেখানে
আমি ভালোবেসে জানতে আগ্রহী সে সকল কথা
নগদ লাভ হবে বলে তুমি দিয়েছিলে কথা
না জানলে নগদ লাভ করবো কেমনে
অথচ ভালোবেসে এই কথা স্মরণে না থাকে
ভালোবেসে নগদ লাভ করতে হলে
জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে আগে
লাভের ব্যাপারী হয়ে বসেছি এই ভবে
লাভ হলে আছি কিন্তু পাবে না লোকসানে
লোকসানের খাতা আমি রাখি না
আবার লাভের খাতা ভালোবেসে কাউকে দেখাই না
আমি যে লাভের ব্যাপারী
ভালোবেসে লাভকেই ভাগ্য বলে মানি।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা