জ্ঞান বুদ্ধি দ্বারা ভক্তি অর্জন অথবা ভক্তিতে জ্ঞান বুদ্ধি লয়
ভালোবেসে কোনটা আয় আর কোনটা ব্যয়
জ্ঞানযোগহীন অল্পায়ু মূঢ় মানব বিদ্যাকে ভালোবাসতে জানে না
শুভদৃষ্টি দ্বারা দর্শন ও সতত শ্রেয়স্কর কার্য করে না
আমোদভরে মায়াদ্বারা জগৎ বিমোহিত করে
ভালোবেসে জ্ঞান তার কাজ নেয় করিয়ে
মনের শুদ্ধি সম্পাদন করতে জানে যে
জ্ঞানকে ভালোবাসতে পারে সে
ত্রিতাপে তাপিত জীব যারা
সেই তাপের লঘুতা আনে জ্ঞানের প্রতি ভালোবাসা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা