ভালোবাসা ছাড়া জীবন কাটে না আর
তাইতো অভিমানী মন তোমাকে চায় বার বার
ভালোবাসার ডাকে
মন যে ছুটে চলে
যার ভালোবাসার ডাকে মন ছুটে যায়
তাকে পাওয়া কিন্তু সহজ কথা নয়
কথা দিলাম ভালোবাসবো
ভালোবেসে তোর মন পাড়ায় থাকবো
আমি চুপটি করে দেখবো
আর নীরবে ভালোবেসে যাবো
চোখে দেখে বুঝি না ভালোবাসা
তার কাছে কাজ করে না ইশারা
যদি তুই চাস আমাকে
ভালোবেসে সঙ্গে থেকে প্রমান করে দে
ভালোবেসে তুই থাকিস যদি সঙ্গে
কত বল পাই এ অঙ্গে
ভালোবেসে আমাকে যদি তোমার করতে পারো
তবে চিরদিনের মতো আমি তোমারই রবো
ভালোবাসাকে ঘিরে যত স্বপ্ন  দেখি মনে
কোথাও যেন নিজেকে না পাই খুঁজে
ভালোবেসে সঙ্গ যদি দাও আমাকে
জীবন তার খুঁজে পায় মানে
সুখ আমি চাই না
ভালোবাসা ছাড়া কিছু বুঝি না
ভালোবেসে অভিমানী মন যে আমার
তুমি একটু সময় আড়াল হলে পরাণ টিকে না আর।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা