ফোয়ারার জল ভেজাতে পারে মানুষের দেহ
আবার শব্দের হাস্য কৌতুকের ফোয়ারায় ভালোবেসে মন ভিজিয়ে নিতে পারো
শব্দের ভেলায় ভেসে বেড়াই জানা অজানা উদ্দেশ্যে
তাই ভালোবেসে পথ চলা আমার শব্দ সংগ্রহ ঘিরে
নানা বর্ণের নানা বৈচিত্রতা নিয়ে শব্দ করে খেলা
কোনো শব্দে ভালোবেসে মুগ্ধ হই কখনও বা আত্মহারা
একটি শব্দের 'ওজন' বুঝতে পারে না মন
ভালোবেসে গ্রহণ করে ফ্যাসাদে কাটায় জীবন
শব্দের খেলায় পরীক্ষায় কখনও ভালোবেসে হই উত্তীর্ণ
না পারলে অনুত্তীর্ণ তবে শব্দ নয় কী আশ্চর্য
শব্দের অন্নে ভালোবেসে হই আমরা পুষ্ট
আর অভাব ঘটলে হৃদয়,মন রয়ে যায় অপুষ্ট
শব্দ ব্যবহারে ভাল না বেসে হই যদি অপটু
তবে মূর্খ বলে লোকে চেয়ে দেখি শুধু
আবার এলোমেলো শব্দ ব্যবহারে
ভাল না বেসে বদ্ধ পাগল বলে ভাবে
তাই শব্দের খেলা নিয়ে পাগলামি করবো না আর
আজ এখন থেকে ভালোবেসে করছি এই অঙ্গীকার।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা