জ্ঞানকে ভালোবাসার অভাবে সনাথা  হইয়াও অনাথার ন্যায় এই বনমধ্যে নতুবা তুমি আমি একত্র ছিলাম কী করে অন্যস্থানস্থ হইলাম
জ্ঞানকে ভালোবাসার অভাবে দুষ্টাদুষ্ট পরিজ্ঞানে অশক্ত হইয়া
আমি আর যেন হৃদয়বেগ ফিরাইতে পারি না
ভালোবেসে যে জ্ঞানকে চায় না সে অন্ধ
না বেশি জ্ঞানে হয় তার অন্ধত্ব
এই নির্জন সময়ে আমার কিঞ্চিৎ বক্তব্য আছে
জ্ঞানকে ভালোবাসো তুমি ভেদসাধন ভুলে
মেঘগম্ভীর বাক্যে তুমি বলেছিলে
জ্ঞানকে ভালোবাসলে হৃদয়ের বন্ধন যায় না টুটে
জ্ঞানীদিগের অন্তরাত্মারূপী যে ভালোবাসা অন্তরে থাকে
ভানু ভক্তির কী আশ্চর্য শক্তি তাকে টেনে বের করে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা