মাতা থাকিলে পুত্রকে সনাথ বলা যায় অন্যথা অনাথ-পদ-বাচ্য
তেমনি শ্রীযুক্ত জ্ঞানকে ভাল না বাসিলে তিনি হন শ্রীভ্রষ্ট
সমর্থ বা অসমর্থ, দুর্বল বা সবল, যেমনই হোক না কেন
মাতা সর্বাবস্থায়ই ভালোবেসে সন্তান রক্ষায় থাকে ব্যস্ত
সন্তানের যখন মাতার সহিত ভালোবাসায় বিয়োগ ঘটে
লোকে তখন পুত্রের বৃদ্ধত্ব দেখতে পারে
মাতার সমান শোভা নাই, মাতার সমান গতি নাই
তেমনি জ্ঞানকে ভালোবাসা ছাড়া জীবের পথ নাই
মাতার সমান রক্ষক নাই, আর মাতার সমান তৃপ্তিপদও কিছু নাই
তবে কেন মায়ের ভালোবাসা অবজ্ঞা কর ভাই
ভালোবেসে কুক্ষীমধ্যে ধারণ করেন বলিয়া মাতা হন ধাত্রী
আবার জনন করেন বলিয়া তিনিই জননী
ভালোবেসে অঙ্গের বর্ধন করেন বলিয়া মাতা হন অন্বা
তেমনি বীরবৎ ক্লেশ সহিয়া প্রসব করেন বীরসূ নাম ধরিয়া
শিশুর শুশ্রুষা করেন বলিয়া শ্বশ্রু, মানন হেতু মাতা
ভালোবেসে আরও কত নাম ধরেন তিনি যোগ্য বলিয়া
ভালোবেসে গর্ভে ধারণ ও পোষণ করেন বলিয়া
সর্বাপেক্ষা গরীয়সী হন সেই মাতা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা