তোমার আমার বাস হবে না চিরকাল
কিন্তু জ্ঞানের প্রতি ভালোবাসা রবে অনন্তকাল
মায়ার পৃথিবী মায়ার দেহ মায়া দিয়ে গড়া
অনন্ত জ্ঞানের প্রতি ভালোবাসা মুছে দিতে পারে সেই মায়া
মায়ার জালে আটকে থেকে ছটফট করি
আবার জ্ঞানকে ভালোবাসতে বললে মুখ হয়ে যায় ভারী
মায়ামোহের মরুবালুচরে
ভালোবেসে জ্ঞানই তোমায় পথ দেখাবে
কালঘুমে আঁখি যখন বন্ধ হবে চিরতরে
জ্ঞানকে ভালোবাসা হবে না আর কোনোকালে
জ্ঞান বলে আমি ছাড়া অস্তিত্ব নেই জীবের
অথচ মায়ার ভালোবাসায় 'আমি'ই সম্পদ সকলের।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা