জ্ঞান যখন দুর্বার গর্বে পরিচালিত হতে থাকে
অজ্ঞান তখন ভালোবেসে তার হাত দেয় প্রসারিত করে
যখন যে বেশ ধারণ করিলে জগৎ রক্ষিত হয়
জ্ঞান তখন ভালোবেসে সেই বেশই রচনা করিয়া জগৎ পালনে তৎপর রয়
বাক্য ও মনোময় পথের অতীত যদি জ্ঞান হয়
তবে ভালোবেসে তাকে পাওয়া সহজ কিছু নয়
জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মে যখন
তরু হইতে কুসুমবৃষ্টি ঝরবে তখন
জ্ঞান অনন্ত, অপার, শান্ত ও বাক্যমনের অগোচর
তাই বলে ভালোবেসে তিনি কী হন না নয়নগোচর
সন্তুষ্ট করিয়া বিনয়-নম্রবাক্যে জ্ঞানকে যদি ডাকিতে পারো
ভালোবেসে সে তোমায় ছাড়া হবে নাকো।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা