ভালোবাসতে কতটুকু জ্ঞান ভক্তি লাগে
ততটুকুই দিয়ো আমাকে
কোথায় কখন কার সনে ভালোবাসা হবে
তা কী কেউ বলতে পারে
দেহের ভালোবাসা সহজে মিলে
অন্তরের ভালোবাসা পেতে কষ্ট করতে হবে
কতটা সময় পার করে এলাম আমি
তবুও ভালোবেসে তোমার কথা একবারও মনে হয়নি
তুমি যদি থাকো সাথে
তবেই আমি ভালোবাসতে পারবো তোমাকে
ভালোবাসার অন্ত খুঁজতে যেও না
ধন, মন, প্রাণ হারিয়ে ফেলো না
আমায় একটু সময় দাও
এই ফাঁকে ভালোবাসা কী তা বুঝিয়ে দাও
তুমি আমায় দেখাবে কী
ভালোবাসার সেই ময়না পাখি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা