নি-ধন ব্যক্তির ভয় না থাকে
ধনকে ভালোবেসে তার জ্বালা যে আরও বাড়ে
জ্ঞানকে ভালোবেসে সর্বক্ষণ নিরাপদ অবস্থায় কাটিবে
অনুক্ষণ তাহারই চিন্তা মাথায় থাকিবে
একটিমাত্র দেহের জন্য যদি একটিমাত্র দুঃখ উৎপন্ন হয়
তবে জ্ঞানকে ভালোবেসে যাহার দেহ বহু, তাহার দুঃখও হয় নানাবিধ
তেজে সূর্য, ধৈর্য্যে সমুদ্র এই গুণ যাহার আছে
জ্ঞানকে ভালোবেসে অন্যের হৃদয় বিদ্ধ করিতে আর কী কিছু লাগে
সূর্য যেরূপ দিগন্তব্যাপ্ত তমোরাশি বিনাশ করে
তেমনি জ্ঞানকে ভালোবাসিলে তোমার হৃদয় ভরিয়ে দিবে
জ্ঞানকে ভালোবাসবে কী বাসবে না, মিটে না এই দ্বন্দ্ব
এই উভয় কর্তব্য মধ্যে একটি অবলম্বন কর
সাধ্য, দুঃসাধ্য বা অসাধ্য যাহাই হোক না কেন
জ্ঞানকে ভালোবাসা তোমার কাছে সুসাধ্য দুঃখসাধ্য অথবা অসাধ্যও হতে পারে
তাই বলে ভয় পেয়ে পশ্চাদপসারণ না করিবে
কানন বিহারী দুষ্ট রাক্ষসদিগের মায়া জ্ঞানকে ভাল না বেসে ঘিরে রাখে
আকাশ, পাতাল ও সলিলাদিস্থানেও তাহাদের অবাধ গতি পাবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা