জ্ঞানকে ভাল না বেসে লিঙ্গ, জাতি, বর্ণ নিয়ে
বিভাজনমূলক ধারণা দিয়ে মুখ দেখাব কাকে
কোন কিছুর সীমাবদ্ধতা না জেনে জ্ঞানকে ভাল না বেসে নিজেকে মহান ভাবাটা যে মারাত্মক ভুল হবে
জ্ঞানকে ভালোবেসে নির্ভরযোগ্য ও সত্যনিষ্ঠ হয়ে উঠতে অনেক সময় লাগে
কিন্তু অবিশ্বাসী হতে মুহুর্তকাল পাবে
কম চলো তবুও সঠিক পথে চলো
জ্ঞানকে ভালোবেসে তুমি এই অঙ্গীকার কর
বুকের রক্ত মুখে তুলে ঢেলে দিয়ে
বুঝিয়ে দিলে ভালোবাসা কাকে বলে
চেতনায় কালস্রোত নানা ভঙ্গিতে রেখে যায় তার ছাপ
আমরা কী পারি না ভালোবেসে বুঝতে তার প্রভাব
ভালোবেসে পুকুর চুরি করতে করতে
কখন যে পৌঁছে গেছি সাগর চুরিতে
বুঝতে পারি না আমি কখন  কী যে হয়
জ্ঞানকে ভালোবাসার অর্থ কখন যে কেমন করে অনর্থ হয়
অপুষ্টি শুধু যে দেহের তা কিন্তু নয়
বিদ্যা শিক্ষাকে ভাল না বেসে অপুষ্টিতে অপরিণত মেধা দেখা যায়
সারাদিন যা করি রোজগার
ভালোবেসে নেশা আর লটারিই জগতের সার
ভালোবেসে কেবল টিভির দামি প্যাকেজ ছাড়তে পারি না
আর মোবাইল ফোনে প্রতি মাসে রিচার্জ ছাড়া চলে না
বাড়িঘর থেকে নিজের মুখ পর্যন্ত রং করে আরও সুন্দর করি
কারণ আমরা সবাই রঙিন পৃথিবী ভালোবাসি
রং করে বস্তুর সুরক্ষা হবে জেনে আমরা রং করে থাকি
তাই আমরা রঙিন পৃথিবী ভালোবাসি।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা