সাহস ব্যতীত কোন প্রকারেই বিভূতি লাভ হয় না
যেমন জ্ঞানকে ভালোবাসা ছাড়া সাহস আসে না
ভালোবেসে আত্মহারা হইয়া চিত্তের শুন্যতা ঘটিলে
বিবেক বুদ্ধি লোপ পায় তার বিদ্যার অভাবে
বন্ধন হইতে পুষ্পস্খলিত হয়, বৃন্ত হইতে ফল বিচ্যুত হয়
কিন্তু জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মিলে তা অটুট রয়
ক্লেশ পাইয়া পুত্র পিতৃস্নেহ ত্যাগ করিতে পারে
পরন্তু পিতা কোন কালেই ভাল না বেসে পুত্র স্নেহ পরিহার না করে
পুত্রের প্রতি পিতার ভালোবাসা অক্ষয় রবে চিরকাল
আমি মূঢ় বুঝতে না পেরে আজ হয়েছি কাঙাল।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা