বিরাট শিশু, আকৃতি আছে ওজন নেই, জ্ঞান আছে ভার নেই
ভালোবেসে তার কথা ভাববার সময় নেই
ব্রহ্মাণ্ডের ভার ভালোবেসে তিনিই ধরে রাখেন
আর তার ভার কেবা বহন করেন
শিশু নর-নারী তাদের ভালোবাসতে না পারি
আর যাকে চোখে দেখিনি তাকে ভালোবাসা নয় কী পাগলামি
যাহার অনন্তরূপ জগতকে করে আলো
ভালোবেসে তার কথা মনে লাগে না ভাল
ভালোবেসে শিশুরূপে খেলা করে দেখতে লাগে চমৎকার
কিন্তু আমার অজ্ঞানতায় সকলি যেন অন্ধকার
ভালোবেসে যে শিশু খেলা করে আপন মনে
জানা কী আছে তাহার খেলা কাহার সনে
শিশু বলে অবজ্ঞা করি মনে ধরে না আমার
অথচ ভালোবেসে তিনিই ধরে আছেন ধরণীর ভার।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা