যেরূপ করিলে হৃদয় খেদ প্রাপ্ত না হয় তাহাই কর
হয় ভালোবাসো না হয় বেসো না
যেবা ভালোবেসে জ্ঞানকথা শুনে
ক্রমেই তাহার প্রীতি অত্যন্ত বর্ধিত হইতে থাকে
অখণ্ডজ্ঞানরূপী সর্বলোকহিতৈষী যে বিদ্যা
ভালোবেসে জীবন মরণ তাকে নিয়েই পথচলা
জ্ঞানের ভাববিজ্ঞান যেবা করেছে আত্মস্থ
তাকে ভালোবাসাই তার একান্ত কর্তব্য
জ্ঞান শীত, উষ্ণ, বর্ষা প্রভৃতি বিধানে
কাল ও কারণরূপে ভালোবেসে সকলের উপর আধিপত্য করে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা