জন্ম দিয়ে তুমি কতই বোঝালে
তবুও কী ভালোবাসাতে পারলে
মনে মনে ভালোবাসা হয় যদি বলো
তবে কেন বুকে পাথর চাপা দিয়ে রাখ
কখন কিভাবে ভালোবাসা হয়
বুঝতে না দেওয়াই কী তোমার স্বভাব নয়
তোমার হাত ধরে চলব বলে এলাম আমি
কারণ ভালোবাসার লোভ যে এখনও ত্যাগ করতে পারিনি
কতরূপে কতভাবে বোঝাও তুমি
তবুও কেন ভালোবাসতে পারিনা আমি
দেহরূপে ভালোবাসা হয় তা আমি জানি
এবার শব্দরূপে ভালোবাসা দেখাও তুমি
বাক্যের ভালোবাসা বাক্যে আটকে না থেকে
তা যেন হৃদয় বিদ্ধ করে
ভালোবাসার ওজন কত মাপতে চাও যদি
মন মাপার দাঁড়িপাল্লা দেখাও তুমি
দেহের রূপে ভালোবাসে যে জনা
অন্তরের ভালোবাসা সে জানে না
মুখের কথায় ভালোবাসা হয় না বলে জানি
অন্তর দিয়ে ভালোবাসা হয় তা কিন্ত মানি
ঘর-বাড়ি, ধন-সম্পত্তি না আছে তোমার
শুধুমাত্র ভালোবাসা থাকলে আর কিছু চাই না আমার
জ্ঞান, বুদ্ধি, বিবেচনায় ভালোবাসতে পার যদি
তবে জন্ম তার সার্থক বলে মানি
আঘাত পাবো বলে পিছিয়ে না আসবো
ভালোবাসা পাই না পাই চেষ্টা করে যাবো
ভালোবাসার রূপে মুগ্ধ না হলে
ভালোবাসা পাবে কেমন করে
তুমি ভালোবাসতেই জানো না
তাই তোমার ভালোবাসা আসে না।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা