আধুনিক যন্ত্র ভালোবেসে আমাদের যা দিয়েছে
তার চেয়ে অনেক বেশি কিছু ছিনিয়ে নিয়েছে
ভালোবেসে সময়ের যথাযথ ব্যবহার করতে গিয়ে
জীবনের নির্ধারিত সময়ই যেন কম পড়ে যাচ্ছে
আধুনিক জীবনের যান্ত্রিকতায় সময়ের ব্যবহার দেখানো হয়
যেন যন্ত্রের যান্ত্রিকতায় ভালোবেসে রাখা আছে সময়
বিজ্ঞাপনের ভাষায় বেঁচে যাওয়া টুকরো টুকরো সময় ব্যয় করে
ভালোবেসে যন্ত্র নিয়ে চলো তুমি যুগের সঙ্গে তাল মিলিয়ে
যন্ত্রের সাথে ভালোবেসে সেই খুচরো সময় ব্যয় করতে করতে
যন্ত্রের যান্ত্রিকতা যেন পূর্ণ সময় না দেয় ঝেড়ে
আমি ভালোবেসে যন্ত্রকে ব্যবহার করবো আমার মনের মতো
কিন্তু যন্ত্রের বশে আমি বশ না মানবো
যেমন জীব যদি ভালোবেসে আমার আমিত্ব বিসর্জন দেয়
সেই জীবের অস্তিত্ব তখন কাষ্ঠ পুত্তলিকার ন্যায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা