"ওপেন বুক ইভ্যালুয়েশন "
প্রশ্নপত্র নিয়ে এক অসুবিধা দেখা দিয়েছে
যেখানে সাধারণ পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন করলে
প্রশ্ন ওঠে "প্রশ্ন খুব কঠিন হয়েছে" বলে
সেখানে মাত্র তিন ঘন্টা সময়ে গোটা বই খুঁজে
প্রশ্নের উত্তর খোঁজা কতটা মানসিক চাপ পড়ে মস্তিষ্কে
এই কথা বোঝে না কেন শিক্ষিত সমাজের ওপরের স্তরে
প্রশ্নপত্র তৈরী করে নিশ্চিন্তে যারা আছে বসে
এরপর প্রশ্নপত্রে থাকে চিন্তামূলক প্রশ্নমালা
এসব নিয়ে পরীক্ষার হলে মুখোমুখি হলে তখন কী দাঁড়াবে আমার অবস্থা
পরীক্ষার হলে এগুলো নিয়ে চিন্তাভাবনা করা
শুধু কষ্টসাধ্য নয় কল্পনারও বাইরে সেটা
আমার মতো যে সকল ছাত্র ছাত্রী আদ্যপান্ত পাঠ্যবই পড়তে অনভ্যস্ত
সেখানে বই দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ব-চিন্তিত ও সু-চিন্তিত উত্তর প্রদান সত্যি কী যুক্তিগ্রাহ্য
পাঠ্যবইয়ের সাথে সম্পর্করহিত ছাত্রছাত্রীর দল
"বই দেখে পরীক্ষা দেওয়ার বার্তা" পেয়ে অশনি সংকেত দেখতে পাচ্ছে যা নিশ্চিত অসফল
অচেনা পথের গোলকধাঁধায় হারিয়ে যাবে যারা
তাদের দাবি নির্দিষ্ট সিলেবাস নিয়ে হোক ওপেন বুক এগজামিনেশন সারা।



সংগ্রহ :আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা