দেহের নগ্নতা ঢাকতে ভালোবেসে বস্ত্র লাগে
তাকে আরও সাজাতে গয়না অলংকার প্রসাধন আরও কত কী আছে
দেহ দিয়ে  আত্মার নগ্নতা ঢাকা থাকে
সেই আত্মাকে সাজাতে ভালোবেসে অক্ষর বর্ণ শব্দ লাগে
জ্ঞানকে ভালোবেসে বিদ্যার আলো জ্বেলে
আত্মাকে সাজিয়ে তোলো তোমার মনের মতন করে
কে কত ভাল করে সাজাতে পারে আত্মাকে
জ্ঞানকে ভালোবেসে যেন সেই প্রতিযোগিতা চলে

আত্মার কোনো উপাধি নাই তিনি সুযোগ দিয়েছেন তাই
জ্ঞানকে ভালোবেসে আত্মাকে সাজিয়ে জীবের শান্তি তাই
ভালোবেসে আত্মা নিয়ে ভাবনা যার কুল কিনারা নাই তার
কত জ্ঞানী গুণীর জ্ঞানের অহংকার আত্মা যেন তার আধার ঘর
আত্মা চিনে সকলকে তাকে চিনে ক জনে
জ্ঞানকে ভাল না বেসে আত্মভোলা নাম যে তার ভাল লাগে



সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা