জ্ঞানকে ভালোবেসে মায়ার প্রভাব বুঝিতে পারে যে এই ভবসংসারে
ঈশ্বরপদ পেতে তার বিঘ্ন না থাকে
দিগ্-দেশ-কাল-জ্ঞান ছিল না যখন
ভালোবাসার আমিত্ব কোথায় ছিল তখন
অশ্রু জলে নয়ন ভাসে হৃদয়ে হয় জ্ঞান চিন্তন
তারই নাম ভালোবাসা উহাই পরম ধন
ধরণী মাঝারে অবশ- ইন্দ্রিয় যারা
ভালোবেসে জ্ঞান পেতে তাদের না থাকে তাড়া
হৃদিমাঝে ভক্তি যদি থাকে নিরন্তর
জ্ঞানকে ভালোবেসে চিন্তামুনির দেখা পাবে অন্তর
জ্ঞানকে ভালোবেসে চিন্তামণি হৃদিমাঝে আবির্ভূত হলে
ত্রিলক অন্তরে বাহ্যে বিচরণ করে
ব্রহ্মধ্যানে মগ্ন হলে ভক্তিযোগে চিত্ত হয় সুস্থির
ভালোবেসে ঈশ্বর-চিন্তায় মগ্ন হন সেই মহাধীর।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা