জ্ঞান অন্বেষণের বহুমুখী ব্যবস্থা আছে প্রকৃতিতে
ভালোবেসে মনোযোগের অভাবে অব্যবস্থার চিহ্ন সর্বত্র পাবে
মুক্ত চিন্তার আলোতে যে জ্ঞান ধরা পড়ে
ভালোবেসে তাকে বদ্ধ কর অন্তরে
মুক্ত, বহুমুখী, স্বাধীন জ্ঞান চর্চার স্থান যথা পাও
ভালোবেসে তাকে হৃদয়ে তুলে নাও
জ্ঞানকে ভালোবেসে অনুভব করার জন্য যে হৃদয়ের প্রয়োজন
ক'জন মানুষেরই আছে সেই মন
খেলোয়াড়ের পরিচয় জাত ধর্ম না চায়
খেলার দক্ষতা ও অভিজ্ঞতা ভালোবেসে তার পুঁজি হয়
মানুষ জ্ঞানকে ভালোবেসে প্রকৃতির নানা উপাদান রূপান্তর করতে জানে
কিন্তু নতুন কিছু তৈরী করতে না পারে
পৃথিবী এত রহস্যময় এত জ্ঞানময় তবুও তার উৎস সূর্য থেকে
আমরা কী পারি না ভালোবেসে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে
যুক্তি বলে, হঠাৎ করে কিছু বাড়ে না
আবার কারও সাথে হঠাৎ করে ভালোবাসা হয় না
অনুকূল পরিস্থিতিতে লেখা চালাতে পারলে
জ্ঞানকে ভালোবেসে লেখা যেন তার গতিতেই চলে
আমি স্রোতের তৃণ ভালোবাসা আমার জলের সঙ্গে
জানা নেই জলের স্রোত আমায় কোথায় নিয়ে যাবে
উন্নতি যদি হয় একটি ক্রমবিকাশের ফল
তবে জ্ঞান পেতে ভালোবাসতে হবে কতকাল
জ্ঞানকে ভালোবেসে বুদ্ধিবৃত্তির চর্চা যেখানে হচ্ছে
সেখানে বিচারকের আসন শুন্য যেন বেমানান লাগে
খরস্রোতা নদী তাকেই বলে
জ্ঞানকে ভাল না বেসে কথা যার থেমে গেছে।


সংগ্রহ  : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা