ভালোবেসে চিত্র এঁকে প্রকাশ কর মন কথা
চিত্রকথাবন্ধ থাকে চিত্রে আঁকা আছে যা
অজ্ঞান হইতেই সাহস-সাধ্য সমস্ত অকার্য সংঘটিত হয়
আর জ্ঞানের প্রতি ভালোবাসা সেখান থেকে বিরত থাকতে শেখায়
জ্ঞান পরেরও পরবর্তী
তাই ভালোবেসে তিনি ভূতাধিপতি
জ্ঞান যে অনন্ত
তাই ভালোবেসে তার ভাবনা ভাবনামাত্র
জ্ঞানকে ভালোবেসে মন, কর্ম ও চিত্তের কর সংস্কার
আলোর দুয়ারে পৌঁছে গিয়ে দূর কর অন্ধকার।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা