জ্ঞানের অর্থ যদি জ্ঞান বৃদ্ধি হয়
তবে ভালোবেসে সুদে আসলে তুলে নিতে নিষেধ কেবা কয়
জলে জল বৃদ্ধি, জ্ঞানে জ্ঞান বৃদ্ধি
ভালোবেসে শুন্য হৃদয় ভরিয়ে দাও পাবে তুমি শান্তি
সব কিছুরই প্রয়োজন আছে
কিন্তু কোনটা কতটা প্রয়োজন ভালোবেসে জ্ঞানই বলে দিবে
ভালোবেসে অজ্ঞানকে আপন করে জ্ঞানকে করেছি পর
কোথায় গেলে শান্তি পাবো খুঁজি জীবন ভর
জ্ঞানকে ভালোবাসতে পারি না আমি
আবার তিনি না থাকলে পাগল বলে ডাকে শুনি
ভালোবেসে চোখের জলে কাঁদতে শিখেছি আমি
জ্ঞানে নয় তা যে অজ্ঞানের হাতেখড়ি
জ্ঞানে আছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডে আছে পৃথিবী আর পৃথিবীতে আমরা
আমাদের যত ভালোবাসা জ্ঞানকে ঘিরে করে খেলা।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা