অখিল শক্তির মধ্যে মায়াশক্তি, তত্ত্বের মধ্যে আত্মতত্ত্ব
জ্ঞানকে ভাল না বাসিলে বোঝা যায় না তার গূঢ়তত্ত্ব
বিদ্যাতরঙ্গরূপ বাহু দ্বারা আলিঙ্গন করিয়া
সমাগত জ্ঞানকে প্রিয় শব্দে সম্ভাষণ কর হৃদয় দিয়া
জ্ঞানকে ভালোবাসিলে পর্বতপ্রমান পাপও
অতি অল্পকাল মধ্যে বিলীন করিতে সমর্থ
শুভাকাঙ্খী মানব ভক্তিযুক্ত হৃদয়ে জ্ঞানকে ভালোবাসবে
তবেই ভালোবেসে ভালোবাসার নগদ সুফল হাতে পাবে
শ্রুতিযুগল দ্বারা জ্ঞানের বাক্যামৃত পান না করিলে
যাহার মন কিছুতেই তৃপ্তি না পাইবে তাহার ভালোবাসাই সার্থক জানিবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা