ভালোবাসা চাইলে বল বোঝার বয়স হয়নি
শেষ জীবনে বুঝেও কিছু করে উঠতে পারিনি
নিষেধ যদি কর তুমি
ভালোবাসবো না আমি
আমার কী সাধ্য আছে
না ভালোবাসার সাহস আছে
ভালোবাসার আগুনে যার পুড়েছে অন্তর  
আগুন বা ধোঁয়া দেখতে পাবে না শুধু জ্বলবে নিরন্তর
খাঁচায় ভরা খাবারের লোভে
ভালোবেসে কাছে নিয়ে এলে
কী মূল্যে ভালোবাসা বিক্রি করো তুমি
আমায় একটু বলো না শুনি
ভালোবাসা লুকিয়ে রাখ কোথায়
আমার অন্তরে না তোমার হৃদয়ে
ভালোবাসা শিখতে পারিনি আমি
তাই সেই ব্যথা আমাকে কাবু করতে পারেনি
ভালোবাসো আমাকে এই কথা কেন বলো
যদি ভালো না বাসো
ভালোবাসার লোভ ছাড়তে পারিনি আমি
তাই বেদনা ভোগ করা যেন ভাগ্য বলে মানি
অবুঝ হৃদয় অবুঝ মন
তাই ভালোবাসতেই আঘাত আসে ক্ষণে ক্ষণ
ভালোবাসবে বলে আশা দিলে
সেই আশায় জীবন তরী বয়ে নিলে
জ্ঞান, ভক্তি, কর্ম, আদি যত পথ আছে
ভাল না বাসলে সকলি যে মিছে
মায়ার শেষ হবে না শত কোটি জন্মে
যতক্ষণ জ্ঞানকে ভালো না বাসবে
ভালোবাসা অতি সহজ কথা
যে ভালোবাসে সে জানে তার মর্মব্যথা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা