বহুবিধ জ্ঞান আর মনের ভাব সমস্ত
ভালোবেসে হৃদয়ে আলোচনা করে লক্ষ্য স্থির কর
কোন কোন ব্যক্তির কিছুই জ্ঞান না জন্মে
আবার কেউ জ্ঞানকে ভালোবেসে সর্বত্র বিচরণ করে
দোষাশ্রিত ভাষা শিক্ষা করে নির্বোধ ব্যক্তি
আর জ্ঞানের প্রতি ভালোবাসা দিবে তোমায় বোধ শক্তি
জ্ঞানের প্রতি ভালোবাসায় হবে তুমি যশ প্রাপ্ত
দুর্নাম দূর হয়ে অন্নবল লাভ সহ হবে নানা প্রকারে উপকৃত
যেখানে ভালোবেসে ভাষা, বাক্য ও অর্থের কথা হয় আলোচনা
সেখান থেকে জ্ঞান কী সংগ্রহ করা যায় না
বিদ্যা,বুদ্ধি ও যোগ্যতা অনুসারে ভালোবেসে কর তুমি কর্ম
তা জন্ম অনুসারে নয় এই হোক জীবের ধর্ম।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা