জ্ঞানকে ভালোবেসে অটলা ভক্তি হয় যদি স্রষ্টার সৃষ্টি মাঝে
পাবে তুমি শান্তি চিত্তের মাঝারে
ভালোবেসে তত্ত্বজ্ঞান জন্মে যদি অন্তরে
ঈশ্বর সাক্ষাৎলাভ হয় তার হৃদমাঝারে
ভালোবেসে জ্ঞানচক্ষে জীব করে দর্শন
সর্ব-অবতারবীজরূপ ধন
জ্ঞানকে ভালোবেসে আত্মবিদ্যা উপদেশ দেন যিনি
তার কথা শুনতে ভুল হবে না বলে মানি
ভালোবেসে জ্ঞানমাত্র আছে যার অন্তরে
সে যে প্রভুর স্মরণে থাকে
মেঘ ভালোবেসে বায়ুতে আশ্রয় করে বলে লোকে তাকে আকাশ জ্ঞান করে
সেরূপ আত্মাতে হয় দেহের কল্পনা যাকে স্থূলরূপ বলে সর্বজনা
আত্মঅহংকারকে আত্মবলিদানে যদি নিয়ে যেতে পারো
জ্ঞানকে ভালোবাসার জয়জয়কার নিজ কানে শোন
তপস্যাদি দ্বারা চিত্তসন্তোষ যদি না জন্মে অন্তরে
জ্ঞানকে ভালোবেসে দেখ ত্রুটি কোথায় আছে
জ্ঞানকে ভালোবেসে ভেদজ্ঞান ধন হারায় যে জন
পরম আত্মাতে মগ্ন থাকে তার মন
নরনারী ভেদজ্ঞান আছে যার অন্তরে
ভালোবেসে তত্ত্বজ্ঞান হবে না তার এ জীবনে
সূর্য সম ত্রিলোক ভ্রমণ করেন যিনি
জ্ঞানকে ভালোবেসে সর্ব-হৃদে বায়ুরূপে থাকেন তিনি
জ্ঞানকে ভালোবেসে আত্মার সমান বলে যাকে মানি
একমাত্র সর্বলোক সাক্ষী তিনি
ভালোবেসে ব্রহ্মজ্ঞান যদি হয় ঈশ্বরভক্তিশুন্য
শোভা নাহি পাবে তাহা ত্রিলকমধ্য
চিন্তামণি বিশ্ব হতে যদি ভিন্ন হয়
জ্ঞানকে ভালোবেসে তিনি কিন্তু বিশ্ব ভিন্ন নয়
জ্ঞানকে ভালোবেসে অন্তর মাঝার হয় যার বিশুদ্ধি
এই ভব সংসারে তার ভাবনা কী শুনি
ভালোবেসে অপূর্ব জ্ঞান অন্তরে জন্মিলে
ব্রহ্মের স্বরূপ পাবে হৃদি-মন্দিরে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা