দেশ কালের উর্দ্ধে উঠে জ্ঞানকে ভালোবেসে যে মানবতার কথা বলে
তারই নাম কী ভালোবাসা বলে
জ্ঞানকে ভালোবেসে আধুনিক হতে হতে
একদিন আইনের হাত ধরে পিতৃ পরিচয় মুছে যাবে
জ্ঞানকে ভালোবেসে কারও মনে প্ৰশ্ন আসতে পারে - বিধাতা কোন লিঙ্গ?
যদি ভাবতে পারো ডিম কোন লিঙ্গ তবে জয় হবে সেই শৃঙ্গ
মে বি অর মে বি নট - হতেও পারে আবার নাও হতে পারে জ্ঞান নিয়ে দ্বন্দ্ব দেখে
দুইয়ের মাঝে বিধাতা যেন ভালোবেসে মুচকি হাসে
আমরা কী জ্ঞানকে ভালোবেসে ঈশ্বরকে মেনে চলি
না কী ঈশ্বরকে ভয়ের চোখে দেখি
ধরাকে সরা জ্ঞান করে ক্ষমতার জোড়ে যা ইচ্ছে তা-ই করে
তারই নাম কী ভালোবেসে স্বেচ্ছাচার কহে?
জ্ঞানকে ভালোবাসতে না পেরে অনেক দুঃখের মাঝে
নিজের আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব না কাটে
আমরা কী অনুভূতিহীন সমাজে বাস করি!
না কী জ্ঞানকে ভাল না বেসে অনুভূতিহীন সমাজ তৈরী করি
জ্ঞানকে ভাল না বেসে, বাস্তবকে ভুলে, কথাকে হাতিয়ার করে
শুধুমাত্র আবেগের বশে দিগ্বিদিকজ্ঞানশূন্য হন পরের উস্কানিতে
জ্ঞানকে ভালোবেসে সুপথে থাকতে গেলে সুপথে চলতে গেলে
তার যে নিয়মের বিধি বিধান লাগে
জ্ঞানকে বাদ দিয়ে ভালোবেসে সুখ অন্বেষিতে হয় দুঃখের ঘটন
তাই হতবুদ্ধি হয়ে পড়ে যত বিজ্ঞজন
সত্য ও যুক্তির আলোতে যদি পারো নিজেকে প্রতিষ্ঠিত করিতে
ভালোবেসে জ্ঞানকে পাবে তুমি দ্বিধাহীনভাবে
স্বাধীন মুক্ত চিন্তার বিকাশ যে শিক্ষার ভিত্তি
ভালোবেসে জ্ঞানকে ধর পাবে তুমি মুক্তি
মুক্ত, আধুনিক, সামাজিক-ন্যায়ভিত্তিক জ্ঞানচর্চার যে পীঠস্থান
জ্ঞানকে ভালোবেসে ছাত্ররা সেখানেই পড়তে যান
প্রশ্ন করার সুযোগ যেখানে মেলে না
ভালোবেসে জ্ঞান অন্বেষণ সেখানে হবে না।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা