তর্কশাস্ত্র অধ্যায়ন করিয়া মনে ভ্রান্তি স্থাপন করিলে
ভালোবেসে পৌঁছতে পারবে না তোমার লক্ষ্যে
জ্ঞানকে ভাল না বেসে অল্পজ্ঞানসম্পন্ন চিত্ত
বায়ুবৎ চঞ্চলতা হবে তার পাথেয়ও
ভালোবেসে শাস্ত্রপাঠ করিয়া হও তুমি অর্থতত্ত্বজ্ঞ
দ্বিপদ পশু বলে তাকে না হলে তত্ত্ব জ্ঞাত
বুদ্ধিকেই ভালোবেসে বহুরূপা রমণী বলে যদি ধরি
তবে সেই বুদ্ধিই নানা বিষয়ে ভজনা করে পায় তার প্রাপ্তি
বুদ্ধি বহু প্রকার হইয়াও আবার একরূপে স্থিত থাকে
তাই বিদ্যাকে ভালোবেসে জ্ঞানকে ধর শক্ত হাতে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা