জ্ঞানের শেষ যদি না পাই খুঁজে
ভালোবেসে শেষ কথা বলিবে জ্ঞানী যাহারা আছে
জ্ঞানহারা পথভ্রান্ত শ্রান্ত পথিক
ভালোবেসে জ্ঞানকে না পেলে ভ্রান্ত দিগকেই মনে হয় সঠিক
জ্ঞানের মতো এমন বান্ধব পাবে কী আর
না চাইলেও ভালোবেসে সঙ্গ দিবে এ এমন কী আর
বিদায় বেলায় বান্ধব পাবে কাকে
ভালোবেসে একবারও ভেবে না দেখলে
নিজ জ্ঞান নিজে অর্জন করে দেখ
আর হৃদয় দিয়ে ভালোবেসে অনুভবে রাখ
মুখ দেখে মনের কথা ভালোবেসে বুঝতে পারা
এতেও একমাত্র জ্ঞানই ভরসা
দিন থাকিতে ধর তুমি সেই জ্ঞানের বুলি
ভালোবেসে আলো দিয়ে পথ দেখাবেন তিনি
ভালোবেসে মায়ার জালে আটকে যদি থাকি আমি
জ্ঞান অস্ত্রে কেটে ফেল সেই জালখানি
ভালোবেসে মায়ার জালে আটকে গেছে যে
তার কাছে জ্ঞানকে ভালোবাসা সহজ কথা নহে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা