মন ভ্রমরা বসে আছে হৃদপদ্মে
ভালোবেসে মধুর আশে
ভালোবাসা গুণের জ্বালা না রূপের মহিমা
তার অন্ত পায় কয় জনা
আমি ভালোবাসতে না জানি তাতে কী
তোমার যোগ্য হলে তবেই নিও আপন করি
ভালোবাসার খেলা খেলতে লাগে মজা
অন্তিমে যে বাড়ে দহন জ্বালা
ভালোবাসা শুভ শুভ তার পরিণাম
তবে কেন জ্বালায় জ্বলছে মন প্রাণ
তুমি দরিদ্র তোমার ধন নাই
ভালোবাসতে ঐ দুই না চাই
তোমার ভালোবাসা তোমারই রবে
শুধু কষ্টটা বহন করতে হবে আমাকে
তোমার তুমি রইলে জীবন ভরে
অপরাধ একটাই ভালোবাসতে পারিনি বলে
আমার তুমি হলে না এই জীবনে
তাই ভালোবাসা হল না এই পরাণে
জীবনে যত ভালোবাসা দিয়েছো তুমি
আমার অবহেলা তার সাক্ষী
জীবন যৌবন করেছি অর্পণ
তবুও ভালোবাসা দিতে করো কেন কালক্ষেপন
তুমি চেয়েছিলে ভালোবাসি আমি
কিন্তু আমি সে মর্যাদা রক্ষা করতে পারিনি
তোমার ভালোবাসার খেলায় হেরে গেছি আমি
কারণ দেহের শক্তি, মনের ভ্রমে তা বুঝে উঠতে পারিনি
ভালোবাসার কথা বলে মন প্রাণ চেয়ে নিলে
বুঝতে দিলে না তুমি কী নিয়ে গেলে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা