বিদ্বান বন্ধুকে ভাল না বেসে যে ত্যাগ করে
তার দেহ বৃক্ষের কথায় কোন ফল না ধরে
জ্ঞানকে ভাল না বেসে সে যা কিছু শোনে বৃথাই শোনে
সে সৎকর্মের পন্থা অবগত হতে না পারে
যাদের চক্ষু আছে, কর্ণ আছে, এরূপ বন্ধুগণ
জ্ঞানকে ভালোবেসে মনের ভাব প্রকটন বিষয়ে হন অসাধারণ
যে হ্রদের জলে কেবল মুখা বা কক্ষ পর্যন্ত হয় নিমগ্ন সে যেমন অগভীর
তেমনি জ্ঞানকে ভাল না বেসে কেউ কেউ আছেন অগভীর
কেউ কেউ বা স্নান করবার সুগভীর উপযুক্ত
ভালোবেসে পেয়ে থাকেন যা হ্রদের ন্যায় দৃষ্ট।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা