ভগবতী সর্ব্বোৎকৃষ্টা মোক্ষবিদ্যা বলে যদি ধরি
জ্ঞানকে ভালোবাসা ছাড়া তাকে পাই কেমন করি
দেবী দূর্গা ভালোবেসে সকলের আশ্রয়স্বরূপা
আবার দুর্গম ভবসাগরে জ্ঞানরূপে অদ্বিতীয় নৌকাস্বরূপা
জ্ঞানকে ভালোবেসে যিনি স্বয়ং ধর্মপ্রদও বল লাভ করেন
তিনি ত্রিলোক বিখ্যাত, ধর্মাত্মা, মহাত্মা ও সর্বপ্রানীতে মিত্রভাবাপন্ন থাকেন
রাজাদিগের শরীর ধারণ ভালোবেসে ভোগের নিমিত্ত নহে
পৃথিবী এবং স্বধৰ্ম পরিপালন জন্য মহাক্লেশই ভোগ করে
ভালোবেসে যার কথা চিন্তা করিলে অন্তর শান্তি লাভ করে
তাকে ভাব ভয়ে ভয় যাইবে দূরে
ভগবানকে ভালোবেসে জন্মে যদি ভক্তি
তবেই বৈরাগ্য জ্ঞানের হয় অচিরে উৎপত্তি
জ্ঞানকে ভালোবেসে ভগবতকথামৃতে যদি রতি না জন্মে
ধর্মকর্ম তার সকল বিফল জানিবে
জ্ঞানকে ভালোবেসে ভগবানে জন্মে যদি ভক্তি
অন্তর স্পর্শ করিতে পারে না কোন কামাদি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা