আইনের শাসন কথাটি তখনই প্রহসন হয়
জ্ঞানকে ভালো না বেসে ন্যায়ের বদলে অন্যায় যখন প্রতিষ্ঠা পায়
সরকার যেখানে নীতি তৈরী করে বিতর্ক আলোচনা ছেড়ে
বৃথা চেষ্টাই সেখানে ভালোবাসা খুঁজে পেতে
চুরি যদি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়
তবে জ্ঞানকে ভাল না বেসে মানুষের চোখে ধুলো দিতে সুবিধে হয়
প্রত্যেক শিশুর শেখার ধরণ ও সময় আলাদা থাকে
জ্ঞানকে ভালোবেসে কেউ বা আগে শিখছে কেউ বা পরে
জ্ঞানকে ভাল না বেসে বাংলা নিয়ে কটাক্ষ করে যারা
তারা জানেই না কেমন গৌরবে গাঁথা বাংলা ভাষা
জ্ঞানকে যে ভালোবাসে তাকে যদি দুনিয়া আলাদা করে দেয়
তবে সংসারে শুধু ঘৃণা বেঁচে রয়
মানুষের মতো বাঁচতে গেলে জ্ঞানকে ভালোবাসার দরকার আছে
তবে সেটা পেতে অসৎ পথ পরিহার করতে হবে
পুরুষ মানুষের অন্তরে ভালোবাসার দমকল আছে
কারণে অকারণে ছিটকাইয়া ছিটকাইয়া বাইরে আসে
দীর্ঘকালীন ক্ষতি যাতে না হয় সেই পদচারণাই কূটনীতি
আর জ্ঞানকে ভালোবেসে ইহকালের আত্মার শান্তিই ধর্মনীতি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা