চাপা ক্ষোভ হল বোমার মতো
ভাল না বেসে কখন ফেটে যাবে জানা নেই অত
চাপা ক্ষোভে বেসামাল হয়েছে যার দেহ
মন তার ঘরে বসে না একটুকুও
চাপা ক্ষোভের উথাল পাথাল ঢেউ  যদি উঠে দরিয়ায়
তবে ভালোবেসে কোন ঘাটে নৌকা ভিড়াবে ভাবতে পাবে না সময়
চাপা ক্ষোভ ঘুমন্ত আগ্নেয়গিরির মতো
যদি ভাল না বেসে জেগে উঠে সামলে নেওয়া সহজ নয়তো
মনে রেখ চাপা ক্ষোভ ভাল না বেসে যদি দেখায় বিক্ষোভ
সেই আগুন ঝরা আন্দোলন মেটাতে একমাত্র ভালোবেসে জ্ঞানের প্রয়োজন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা