জ্ঞান ধন ইহলোকে বা পরলোকে
ভালোবেসে পাবে তুমি তোমার সঙ্গীরূপে
জ্ঞান বৃদ্ধ, তপোবৃদ্ধ কিংবা যাহারা বহু শাস্ত্রজ্ঞান সম্পন্ন প্রকৃত বৃদ্ধ
জ্ঞানকে ভালোবেসে সেই হয়েছে ধনীর ধনে ধনবৃদ্ধ
ভালোবেসে জ্ঞানকথামৃত শ্রবনে ভবভীরুগণ যেমন তৃপ্তি লাভ করে
তদ্রুপ কোকিলগণ মধুরকূজন দ্বারা মুনির মন শান্ত করে
ভালোবেসে বহু ক্লেশে কূপ খনন করিলে
সকলি বৃথা হইবে যদি তা পূর্ণ হয় লবণ জলে
বহু -ক্লেশলব্ধ মানব জন্মও জ্ঞানের প্রতি ভালোবাসা ব্যতীত
নিষ্ফল সকল কিছু রইবে পতিত।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা