বর্ণব্রহ্ম আকাশ হতে সমুদ্ভুত
সরস্বতী নামে যিনি জগৎজোড়া খ্যাত
কবিত্বশক্তিরূপে কবিগণের বদনে হয় যে বিবিধ শাস্ত্র রচনা
হৃদয়মধ্যে শক্তিরূপে তিনিই জুগিয়ে চলেন প্রেরণা
বিশাত্না বিশ্বভাবন ধর্ম যিনি সমুদয় শাস্ত্রের অধিষ্ঠাত্রী
তিনিই কবিগণের মুখমন্ডলে কবিশক্তিতে আদিশক্তির কৃপাবলে যিনি ব্রহ্মমুখবাসিনি
আদিকবি কবিত্বশক্তিরূপে আস্যমধ্যে প্রবেশ করিবামাত্র
দয়াপরবশ হয়ে তিনিই গড়েন যত কাব্য
কবিত্বশক্তি-স্বরূপিনী দেবী বাণী স্বয়ং যদি কণ্ঠে করে অধিষ্ঠান
তবে কবিতা-ব্রহ্মরূপিনী ভগবতী বাণী তদীয় মুখমন্ডলে শ্লোকরূপে হয় তার অবস্থান
কবিশক্তিতে কাব্য রচনা হয় যদি সদর্থপূর্ণ
তবে তাহাই মহাকাব্য নাতিবিস্তৃত পৃথক পৃথক স্বর্গ
কবি সত্যবাদী ও প্রতিষ্ঠাপন্ন
কারণ কবিই অপর প্রজাপতি, কবিই ব্রহ্মা, কবিই বিষ্ণু এবং কবিই স্বয়ং শিবস্বরূপ বলে হয় গণ্য
জগতে কবিই ধর্মবক্তা ও সর্বরসাভিজ্ঞ
কবিবর্ণিত বিষয় কখনও মিথ্যে হবার নহে কারণ কবিই অপর সৃষ্টিকর্তা বলে পায় মান্য
কবিগণ যেমন করতে পারেন সর্বাপেক্ষা সূক্ষ্ম দর্শন
তেমনি সমুদয় সুরগণ সমস্ত বর্ণই কবিগণের বশতাপন্ন নয় কী এমন?
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা