আগে চুল নিয়ে ভালোবেসে মানুষের দুশ্চিন্তার অন্ত না ছিল
আর এখন ঝরা চুলের বর্তমান বাজার দর কেজি প্রতি পাঁচ হাজার টাকার মতো
অনেকে পয়সা খরচ করে চুলের যত্ন করার চেয়ে
ভালোবেসে ঝরা চুল বিক্রি করে মোটা টাকা আয়ে খুশি থাকে
সময় বা কালের কী প্রবাহ
ভালোবেসে মাথায় থাকার চেয়ে ঝরে পড়লে আমার যে দু পয়সা আয় হত
সচ্ছল যারা মাথার চুল নিয়ে তাদের নেই ভাবনা
কারণ তাদেরও ভালোবেসে ব্যবস্থা আছে যার নাম  পরচুলা
চুলের যত্নে ভালোবেসে যত টাকা খরচ হয়
গরিবের সেই চুল ঝরে পড়লে তার চেয়ে বেশি আয় হয়
কাজেই এখন আর চুল নিয়ে দুশ্চিন্তা নয়
ঘুম কামাই করে শরীর যেন অসুস্থ না হয়
কেশবতারা ভালোবেসে আছেন যতদিন
চুল নিয়ে ভাবনার অবকাশ আর আসবে না কোনোদিন।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা