সূচনাতে যদি গলদ থেকে যায়
অঙ্কুরে বিনষ্ট হলে তাতে ভালোবাসার কী দায়
অনুভূতিহীন সমাজের মানুষ জ্ঞানকে ভাল না বেসে
সুখ দুঃখ নিয়ে জীবন দেয় পার করে
ভালোবেসে মায়ের কাছ থেকে শিশু যেসব রোগের অ্যান্টিবডি পায় ভূমিষ্ঠ হওয়া থেকে ২৮ দিন পর্যন্ত তাকে সদ্যজাত কয়
আকাশে জল পাওয়া যায়, জলে আকাশ দেখা যায়
ভালোবাসার এমন মাখামাখি সম্পর্ক ক'জন দেখতে পায়
ভালোবেসে খেলা দেখলেই কেউ যেমন ক্রীড়াবিশেষজ্ঞ হন না
তেমনি গান শুনলেই তিনি সংগীতবিদ হন না
ভালোবেসে আকাশ প্রদীপ জ্বলে তেল নাই যার
তেল ছাড়া ঘরের প্রদীপ জ্বলে না আর।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা