ভালোবেসে দুঃখসাগর পার হইবার জন্য
মহান পুন্যরূপ মূল্য দ্বারা দেহরূপ নৌকা ক্রয় করিয়াছো
এই দেহরূপ নৌকা যাবৎ না ভাঙিয়া যায়
তাবৎ ভালোবেসে জ্ঞান দ্বারা দুঃখসাগর পার হইবার চেষ্টা কেন নয়
ক্ষণস্থায়ী আশার বশীভূত দেহিগণ যে জন্য ধন কামনা করে
সেই শরীরই তো অস্থায়ী তবে ভালোবেসে স্থায়ী ধনে মন কেন স্থির নহে
জ্ঞানকে ভাল না বেসে যাহারা 'নাই নাই ' করে
আবার জ্ঞানের অভাবে তারাই 'দেও দেও ' বলে
যোগ্য দেশে যোগ্য কালে যোগ্য পাত্রে বিশুদ্ধান্তঃকরণে
ভালোবেসে জ্ঞান দান করা যায় সেই যোগ্যতা হলে পরে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা