ভালোবেসে ব্যক্তি বা বস্তুর নাম শিখতে গিয়ে
ভাষাশিক্ষার প্রথম সোপান বলে তাকে
ভাষার যা কিছু উৎকৃষ্ট ও নির্দোষ জ্ঞান
হৃদয়ের নিগূঢ় স্থানে ভালোবেসে তা করে অবস্থান
যেমন চালনির দ্বারা শক্তুকে পরিষ্কার করে
তেমনি বুদ্ধিমান বুদ্ধিবলে ভালোবেসে পরিস্কৃত ভাষা প্রস্তুত করে
যে ভাষাতে বন্ধুগণ ভালোবেসে লাভ করে বন্ধুত্ব
সঙ্গে বিস্তর উপকার হন প্রাপ্ত
তাদের বচনরচনাতে অতি চমৎকার লক্ষী ভালোবেসে হন সংস্থাপিত
আর বুদ্ধিমানগণ সেই জ্ঞানযজ্ঞ দ্বারা ভাষার পথ হন প্রাপ্ত
জ্ঞানঋষিদের অন্তকরণ মধ্যে যে ভাষা সংস্থাপিত ছিল বিদ্যার প্রতি ভালোবাসা বলে তখন তা হয় তাদের হস্তগত
যে ভাষা আহরণপূর্বক তারা নানাস্থানে করেন বিস্তার
ভালোবেসে সপ্তছন্দ সে ভাষাতেই খেলে তার দ্বার।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা