আমি তোমার কে আর তুমিই বা আমার কে
ভালোবেসে এই উত্তর বাহির করো আগে
জীবন তোমার যে ঘাটে আছে বাঁধা
মন কেন সেই ঘাটে যেতে দেয় বাধা
নিজ হাতে গাঁথা মালায় তোমায় আমি করব বরণ
ভালোবেসে শুধু একটি বার সুযোগ চায় এই মন
সকল বাধা পেরিয়ে তোমার চরণে মাথা রেখে
জীবনের সময় যেন ভালোবেসে কেটে যায় অনায়াসে
তোমার ভালোবাসার শহরে আমায় কী নিয়ে যাবে
ধন মন জীবন যৌবন সপেছি যে তোমার চরণে
লোক লজ্জার মাথা খেয়ে তোমায় পেয়েছি জীবনে
ফিরিয়ে দিলে ভালোবাসা নিয়ে কী বার্তা পৌঁছবে সমাজে
ক্ষমা করো আমাকে ফিরে যেতে পারি না
ভাল না বেসে ফেলে এসেছি যা অতীতে
তোমাকে ভালোবেসে এ জীবনের ভার বইতে পারি না আর
দোষ ত্রুটি ক্ষমা করে আপন করে নাও এবার
ছেড়ে যাবো না তোমাকে এ জীবন থাকতে
ভালোবাসো আর নাই বাসো কথা দিলাম আজ এই মুহূর্তে
তোমার নামের মালায় যদি কলঙ্ক লাগে গায়
ভালোবেসে মুছে দিও দুঃখ রবে না ধরায়