যে সমস্ত ব্যক্তিগণের আচরণ জ্ঞানকে ভালোবেসে উৎকৃষ্ট হইয়াছে
সেইরূপ আচরণে উদ্যম করাই মঙ্গল হইবে
দুর্গন্ধ দ্বারা সুগন্ধি বস্তুর গন্ধজ্ঞান নির্ণয় হইতে পারে না
তেমনি জ্ঞানকে ভাল না বাসিলে তার সুবাস পাইবে না
স্নেহার্দ্রনয়নে মায়ের ভালোবাসা
অবুঝ শিশুও বুঝিতে পারে সেই ভাবধারা
জ্ঞানকে ভালোবেসে শ্রেষ্ঠত্বের খোঁজ করা
না পেলে উচ্চশিক্ষা থেকে যায় অধরা
চিন্তার মুক্তি আছে যে শিক্ষায়
জ্ঞানকে ভালোবাসার কথা পাবে সেই মেধায়
জ্ঞানকে ভালোবাসার কথা মাথায় আসে না যার
হৃদয়বিবর্জিত যান্ত্রিকতা নিয়ে পথচলা তার
ভোরের আলোয় জ্ঞানকে ভাল না বেসে
গোধূলি বেলায় গোধূলি আলাপ রয়ে যাবে নিভৃতে
গবেষণার জন্য প্রয়োজন যে গভীর ভাবনা ও মানসিকতা
জ্ঞানকে ভালোবাসা ছাড়া আসবে না সেই চিন্তা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা