জ্ঞানকে ভাল না বেসে মন যাহার চঞ্চল হইয়াছে
তার যেন মোহহেতু বুদ্ধি ভ্রমণ করিতেছে
জ্ঞানী হইয়াও যে বিবেকান্ধের ন্যায় মোহ প্রাপ্ত হয়
ভালোবেসে সুজ্ঞানী হওয়া তার পক্ষে সম্ভব নয়
কোনো কোনো প্রাণী দিবসে দেখিতে পায় না, কেহ কেহ রাত্রিতে
কেহ কেহ পেয়ে থাকেন দিবারাত্রি তুল্য দৃষ্টি যা বিধাতা ভালোবেসে দিতে ভোলেন না
মানুষ-সমন্বিত জগৎ যাহার স্বরূপ
মানুষকে ভাল না বাসিলে কেমনে বুঝিবে তার রূপের বৈভব
এই বিশ্বের আদি ও অন্তে যে রূপবিহীন পরম সূক্ষ্ম পরমাত্মা থাকেন
জ্ঞানকে ভালোবেসে তিনি মানব দেহেও বিরাজ করেন
কর্মকাণ্ডে প্রবৃত্ত সর্বজীবেরও তুমিই গতি তুমিই আশা
জ্ঞানহীনের তাইতো তোমাকে নিয়ে এত ভালোবাসা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা