জ্ঞান যাকে ভালোবেসে রক্ষা করে
দুঃখ তাকে কষ্ট করে কষ্ট দিতে না পারে
জ্ঞান থেকে পৃথক হয়ে কেউ এক নিমেষের জন্যও
ভালোবেসে করতে পারে না আধিপত্য
মাদক ও ময়ূরের লোমের ন্যায় লোমযুক্ত অশ্বের ঘোড়া
যা নিয়ে জ্ঞান ভালোবেসে ছুটে বেড়ায় দিগন্ত জোড়া
সত্যকে 'সনাতন' বলে ভালোবেসে মানতে দ্বিধা আছে যাদের
হৃদয়রূপ যজ্ঞস্থানে বর্ধিত হয় না শুদ্ধসত্ত্ব তাদের
শিউলি বা শিমুল ফুল যেরূপ অনায়াসে বিচ্ছিন্ন হয়
তেমনি অজ্ঞানের প্রতি ভালোবাসা আমার যেন দূর হয়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা